কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কায়স্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক মো: নূরুল আমিনকে ২৩ বছরের চাকরি জীবন শেষে দেয়া হলো স্মরণীয় ও রাজকীয় বিদায়। ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
শনিবার (৩০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজন করা এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে উপহার হিসেবে দেয়া হয় মোটর সাইকেল, সাতটি পাঞ্জাবি, তিনটি হাতঘড়ি, জায়নামাজ, আতরসহ আরো নানা উপহার, যার আনুমানিক মূল্য প্রায় দু’লাখ টাকা।
অনুষ্ঠান শেষে তাকে সহকর্মী, ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা মিলিত হয়ে সৃষ্ট করেছিলেন এক আবেগঘন পরিবেশ, যা শিক্ষক ও তার পরিবারের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা ডিগ্রীরচর গ্রামের মরহুম সেকান্দর আলীর ছেলে নূরুল আমিন। দীর্ঘ ২৩ বছর সহকারী শিক্ষক (ইংরেজী) হিসেবে কটিয়াদী উপজেলার জগৎতারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন জানান, গত ১১ আগষ্ট তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস ছিল। তিনি ১৯৯৫ সালে ওই স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। বিনা বেতনে তিনি দীর্ঘ আট বছর এই স্কুলে চাকরি করেছেন। তিনি সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের কাছে এক আদর্শ শিক্ষক হিসেবে সুনাম ও সুখ্যাতি লাভ করেছেন।
বিদায়ী শিক্ষক মো: নূরুল আমিন বলেন, ‘চাকরি জীবন শেষ করা অত্যন্ত কষ্টের, কিন্তু শিক্ষার্থীদের এই স্নেহ ও সম্মান আমাকে চিরকাল অনুপ্রাণিত করবে।’