সাভারে ১৬৫ কেজি বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

উদ্ধার করা মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন ১৬৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা, যা হাতবদলের মাধ্যমে ১০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে ১৬৫ কেজি বিষ্ণুমূর্তি উদ্ধার
সাভারে ১৬৫ কেজি বিষ্ণুমূর্তি উদ্ধার |নয়া দিগন্ত

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় ১৬৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের কালো বিষ্ণুমূর্তিসহ মো: দেলোয়ার হোসেন (৬১) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো: শাহীনুল কবির এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা ও ট্যানারি ফাঁড়ির ইনচার্জ এসআই আমির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

দেলোয়ার কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গাড়ি চালক বলে জানা গেছে।

জানা গেছে, দেলোয়ার ফ্রিজের ভেতরে করে আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে অন্য একজনের মাধ্যমে মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন ১৬৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা, যা হাতবদলের মাধ্যমে ১০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

পুলিশ আরো জানায়, দেলোয়ার দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন এবং পাচারকাজে রিসিভার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে এএসপি শাহীনুল কবির বলেন, ‘এ ধরনের মূল্যবান প্রত্নসম্পদ পাচার রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’