ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের পর হত্যার অভিযোগে তরিকুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার এই ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে, গতকাল সোমবার আখাউড়া পৌর শহরের খরমপুর কেল্লা বাবার মাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তরিকুল নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরে আখাউড়া খড়মপুর মাজারে ঘুরাফেরা করছিল অনুমানিক ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরী। গতকাল সোমবার দিনের বেলা তরিকুল ইসলাম নামে এক ভবঘুরে যুবক ওই কিশোরীকে গোসল করায়। সন্ধ্যার পর ওই কিশোরীকে মাজারের কাপড় বদলানোর কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তরিকুল ইসলামকে আটক করে কিশোরীকে উদ্ধার করলেও এদিন রাত ৮টার দিকে তার (প্রতিবন্ধী কিশোরী) মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তরিকুল ইসলামকে গ্রেফতার ও কিশোরীর লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, রাতে থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলাম কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় মঙ্গলবার আখাউড়া খড়মপুর মাজার কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।