পরিবেশ রক্ষায় চুয়াডাঙ্গায় ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ জামায়াতের

‘জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের কল্যাণে ও পরিবেশ রক্ষায় বাস্তবধর্মী কর্মসূচি গ্রহণ করে থাকে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি দৃষ্টান্ত।’

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
পরিবেশ রক্ষায় চুয়াডাঙ্গায় ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ জামায়াতের
পরিবেশ রক্ষায় চুয়াডাঙ্গায় ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ জামায়াতের |নয়া দিগন্ত

পরিবেশ সংরক্ষণে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলায় ৫০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই উদ্যোগের অংশ হিসেবে জীবননগর উপজেলায় এক হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেল ৪টার দিকে জীবননগর পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের কল্যাণে ও পরিবেশ রক্ষায় বাস্তবধর্মী কর্মসূচি গ্রহণ করে থাকে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি দৃষ্টান্ত।’

তিনি আরো বলেন, ‘আমাদের পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। শীতকালে শীত নেই, বর্ষাকালে বৃষ্টি অনিয়মিত, আর গ্রীষ্মে অতিরিক্ত তাপদাহ। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গায় একটি করে গাছ লাগাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পারব।’

রুহুল আমীন আরো উল্লেখ করেন, গাছ কাটার প্রয়োজন হতে পারে, তবে একটি গাছ কাটলে যেন অন্তত দশটি গাছ লাগানো হয়, এই নীতি আমাদের গ্রহণ করতে হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা তালিমুল কুরআন শিক্ষা বিভাগের সম্পাদক মাওলানা মহিউদ্দীন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক,জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা আমির,মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, জীবননগর পৌর যুব বিভাগের সভাপতি আরিফ হোসেন, জামায়াত নেতা হাফেজ হাসানুজ্জামান।

উল্লেখ্য, চারা বিতরণ কার্যক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ যেমন আম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, পেয়ারা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।