খাগড়াছড়িতে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় স্কুলশিক্ষিকাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরাকে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে পুলিশ; ভুক্তভোগীর মামলায় আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে স্কুলশিক্ষিকাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরাকে (২৪) সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার লিটন খাগড়াছড়ি সদরের মহালছড়া এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষিকা (২৯) মামলার এজাহারে অভিযোগ করেন, এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধু মো: আরিফুল ইসলামের মোটরসাইকেলে আলুটিলা যাচ্ছিলেন তিনি। পথে লিটন ত্রিপুরা আরেক মোটরসাইকেলে তাদের অনুসরণ করেন এবং তারেং এলাকায় পৌঁছে গতিরোধ করে জোরপুর্বক আরিফুলের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এ সময় বাঙালি ছেলের মোটরসাইকেলে আরোহণ করায় উভয়কে হুমকি-ধামকি দেন এবং তার কাছে রিভলবার আছে দাবি করে চুপচাপ থাকতে বলেন। একপর্যায়ে তিনি শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী শিক্ষিকা জানান, ধর্ষণের পর লিটন তাকে আটকে রেখে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তখন তিনি আরিফুলকে ফোন দিয়ে টাকার বিষয়টি জানান।

শিক্ষিকাকে তুলে নেয়ার বিষয়টি আরিফুল কৌশলে পাশের সেনা ক্যাম্পে জানালে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌফিকুল ইসলাম জানান, ভিকটিম নিজে লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতে মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হবে।