ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ‘গাছের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। অনেকগুলো বিষয় পরিবেশের সাথে জড়িত রয়েছে। তার মধ্যে বৃক্ষ একটি উল্লেখ্যযোগ্য জায়গা দখল করে রয়েছে। গাছ যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো না। আমাদের স্বার্থেই এই গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে।’
তিনি বলেন, ‘গাছ যদি সৌন্দর্যবর্ধক হয়, তাহলে এটির প্রতি মানুষের আকর্ষণ থাকে। যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি তাদের মানসিক প্রশান্তি অন্য জায়গায় থেকে ২৫ শতাংশ বেশি থাকে। পরিবেশ রক্ষার যে কর্মসুচি শুরু হয়েছে এটি শুধু ঢাকা বিভাগ না, সারাদেশেই চালু হওয়া উচিত। টাঙ্গাইলে এটি ব্যতিক্রমী উদ্যোগ।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় টাঙ্গাইলের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনাল ও টেকনিক্যালসহ মোট ১ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, জেলার সকল সরকারি ও বেসরকারি দফতর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একযোগে একটি কৃষ্ণচূড়া, একটি জারুল ও একটি সোনালু জাতের প্রায় ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিভাগীয় কমিশনার আরো বলেন, জাতীয় নির্বাচন সরকারের বিষয়। আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করি, সরকারের যেভাবে নির্দেশনা আসবে আমরা সেভাবে কাজ করবো। যখনই নির্বাচন হোক, আমরা অত্যন্ত নিরপক্ষতার সাথে এবং মানুষের আস্থা অর্জন করতে পারি সেভাবেই কাজ করবো। এখানে কারও প্রতি পক্ষপাতিত্ব করার সুযোগ নেই।
বৃক্ষরোপণ কর্মসূচিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারির দফতরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।