এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাগজবিহীন সীমান্ত বাণিজ্য বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দক্ষিণ এশিয়ার উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বিত বাণিজ্য সুবিধার খাত উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আকতারের নেতৃত্বে রংপুর কাস্টমসের যুগ্ম কমিশনার, ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের দুই সদস্যসহ মোট ১২ জনের একটি প্রতিনিধি দল হিলি স্থলবন্দরে যায়।
প্রতিনিধি দলটি স্থলবন্দরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, হিলি কাস্টমস ও বন্দর কর্মকর্তারা তাদের স্বাগত জানায়। পরে পানামা হিলি পোর্টের সভাকক্ষে কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মকর্তারা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। মতবিনিময় শেষে তারা বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে লক্ষ্য অর্জনের সম্ভাব্যতা যাচাই করেন।
এদিকে পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্দেশে রওনা হন।