এলডিপি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা এলডিপি’র সভাপতি এবং সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার বলেছেন, ‘আগামী নির্বাচনে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিজস্ব দলীয় প্রতীকেই এতে অংশ নিতে হবে। দলের নেতাকর্মীদের নিজস্ব ছাতা প্রতীক সবার মাঝে ছড়িয়ে দিতে একযোগে কাজ করতে হবে।’
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এলডিপি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আলম তালুকদার বলেন, ‘রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোরাপত্তণ করেছিলাম। রাঙ্গুনিয়ায় দুর্গ গড়েছিলাম জাতীয়তাবাদী দলের। সেটি করতে গিয়ে কখনো বিড়ালের গতিতে, কখনো কাছিমের গতিতে এবং কখনো ঘোড়ার গতিতে এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও সেটা প্রবাহমান থাকবে। তাই লোভ মোহকে উপেক্ষা করে আগামীর রাজনীতিকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রাঙ্গুনিয়া উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার।
উপজেলা ডেমিক্রেডিক পার্টির সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, এলডিপি নেতা মো: জাহেদুল আলম চৌধুরী, আহমদ সৈয়দ, আহমদ কবির, জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মো: হারুন মাস্টার, সৈয়দুর রহমান, মো: কাসেম মেম্বার, বদিউল আলম বাদশা, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, মো: লোকমান, নুরুল আলম, মো: এয়াকুব, অনন্ত মারমা, মাস্টার মো: ওসমান, রওশন আলী খান, মো: সাইফুদ্দিন রাসেল, মো: শরীফ, মো: নাছের, হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, হাসান মুরাদ প্রমুখ।
শেষে ফজলুল কাদের তালুকদারকে আহ্বায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।