‘শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে না পারলে আগামী প্রজন্ম পিছিয়ে যাবে’

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
শিক্ষার্থীর সাথে আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা
শিক্ষার্থীর সাথে আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেছেন, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে না পারলে আগামী প্রজন্ম পিছিয়ে যাবে।

 শনিবার (২১ জুন) রাত ১০টার দিকে আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নিতে শিক্ষার্থীদের বাসায় যান তিনি। এ সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ছাত্র ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাসায় দেখে হতবাক হয়ে যান।

অভিভাবকরা জানান, ইতোপূর্বে এমনটি তারা দেখেননি। তারা বলেন, ইউএনও একজন শিক্ষাবান্ধব কর্মকর্তা। তিনি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। তাদের কোন কোন বিষয়ে দুর্বলতা আছে জানতে চান। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে ভালো করে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন। সন্ধ্যার পরে যাতে বাসার বাইরে না থাকে সেজন্য শিক্ষার্থীদের সতর্ক করেন তিনি।

নিয়মিত সন্তানদের খোঁজ-খবর নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিচুর রহমান তার সাথে ছিলেন। তিনি ছাত্রদের নিয়মিত তদারকি করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরোধ করেন। তিনি জানান, পরীক্ষা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই তদারকি অব্যাহত থাকবে।