মতলবে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শনিবার দুপুরে উপজেলার উপাধি ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক, মতলব উত্তর (চাঁদপুর)

Location :

Chandpur
পরিবার ও আত্মীয়স্বজনদের আহাজারী
পরিবার ও আত্মীয়স্বজনদের আহাজারী |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হামজা (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উপাধি ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামজা উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো: আলমের ছেলে। সে ১৬৯ নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরে হামজা বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে হামজা পানিতে ডুবে যায়। এ সময় বন্ধুরা হামজাকে না দেখতে পেয়ে বাড়িতে গিয়ে জানায়। পরে নিহতের চাচাতো ভাই রনিসহ কয়েকজন পানিতে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর পানির নিচ থেকে হামজাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মো: মোশাররফ হোসেন মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আলমগীর হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের দুইটা সন্তান। হঠাৎ কি হয়ে গেলো। আল্লাহ কিভাবে আমার ভাতিজাকে নিয়ে গেলো। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’

মতলব দক্ষিণ থানার এসআই জীবন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। মৃতের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।