ময়মনসিংহে নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খাবার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নগরীর দুধ মহলে আল নূর খাবার দোকানে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরো জানান, খাবার দোকানে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।