জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারি চালিত রিকশাচালক খোকন মিয়াকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগে মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নজরুলের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেয়া হয়।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো: সাদ্দাম হোসেন তালুকদারের স্বাক্ষর করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সোজা উদ্দিনের সমন্বয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে হত্যার ঘটনাটি ঘটে। এসময় জাতীয় জরুরি সেবা-৯৯৯ কল পেয়ে খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোকন মিয়া কর্মা গ্রামের কছুম উদ্দিনের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর এ বিষয়ে বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলার এজহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।’