ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫৪ লিটার চোরাই মদসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ৩টার দিকে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে সুইপার কলোনির রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় ১৫৪ লিটার মদসহ মো: ইব্রাহীম (৩০), রাজন হরিজন (৬৫), সাগর হরিজন (৪০) ও সীমান্ত হরিজন (১৯) নামে চার কারবারিকে আটক করা হয়। পরে শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে জড়িত কেউ পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।