সিলেটে ২১ হাজার ইয়াবাসহ যুবক আটক

সিলেটের জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবা ট্যালেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
জকিগঞ্জে ইয়াবাসহ আটক দুলাল আহাম্মদ
জকিগঞ্জে ইয়াবাসহ আটক দুলাল আহাম্মদ |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবা ট্যালেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত দুলাল আহাম্মদ (২৮) ওই এলাকার মৃত ছরকুম আলীর ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউপির অন্তর্গত পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর বাড়ির বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দুলালের ঘরের চালের ড্রামের ভেতর থেকে দুটি প্লাস্টিকের বয়াম ভর্তি ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।