বাগেরহাটে সাংবাদিক হায়াত আলীকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক নিহত হয়েছেন।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
বাগেরহাটে সাংবাদিক হায়াত আলীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে সাংবাদিক হায়াত আলীকে কুপিয়ে হত্যা |নয়া দিগন্ত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন(৪৭) নিহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মরহুম নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে কাজ করতেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন হায়াত উদ্দিন। এছাড়া স্থানীয় ঠিকাদারদের দুর্নীতি ও মাদক বিক্রেতাদের সাথে বিরোধ ও বলিষ্ঠ কণ্ঠের লোক হিসেবে তিনি পরিচিত ছিলন। এ কারণে তিনি থানায় বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরি ও মামলা করেছেন বলে এলাকাবাসী জানায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, ‘এইমাত্র মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করছে। তবে কারা মেরেছে, কি কারণে মারা গেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।’