সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে কারাগারে যাওয়ায় বিএনপি নেতা সাহাব উদ্দিনের মুক্তি চেয়ে বিবৃতি দেয়ায় ঘটনায় অন্য দুই নেতাকে শোকজ করেছে বিএনপি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে মঙ্গলবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে তাদের শোকজ নোটিশ দেয়া হয়।
তারা হলেন- সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর।
এদিকে আটক সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। পাথর লুটকাণ্ডে সম্পৃক্ততা পাওয়ায় তার উভয় পদ স্থগিত করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সিলেট নগরীর কুমারপাড়া থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এদিকে তার আটকের পরদিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তার মুক্তি দাবি করে বিবৃতি দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বিবৃতির ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিন দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত আকারে জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।