মির্জাগঞ্জে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনাল অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali

পটুয়াখালীর মির্জাগঞ্জে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদের উদ্যোগে সুবিদখালী সরকারি রহমাম ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় পূর্ব সুবিদখালী নিউ রক্সি একাদশ ৩-১ গোলে কলাপাড়া উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মোঃ জুয়েল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাবুদ্দিন নান্নু। তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সুবিদখালী সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুল হালিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাসির উদ্দিন হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান সাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে তার সীমাহীন অবদান স্মরণীয়।