ঈশ্বরদীতে ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত ইউএনও মহিউদ্দিনের অপসারণের দাবিতে ঈশ্বরদীতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন
ঈশ্বরদীতে ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত ইউএনও মহিউদ্দিনের অপসারণের দাবিতে ঈশ্বরদীতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী জংশন স্টেশন পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন।

ঈশ্বরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা, নাগরিকদের সাথে দুর্ব্যবহার, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র, গণ অভ্যুত্থানকারীদের অপদস্ত ও হেনস্থার অভিযোগ আনেন আয়োজকরা।

ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও এ টি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, বিএনপি নেতা আতাউর রহমান পাতা প্রমুখ।

বক্তারা বলেন, এই ইউএনও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের আত্মীয় তার বিভিন্ন কাজকর্মে তীব্র সমালোচনা করেন, এ সময় তারা সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এই ইউএনও কে অপসারণ করতে হবে।

‘আমাদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই তিনি আওয়ামী অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তা মানা যায় না মেনে নেয়া হবে না।’

মেসার্স এ টি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান বলেন, ‘পদ্মা নদীর চরাঞ্চলে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ হয় এটা বার বার বলা হলেও প্রশাসন কর্নপাত করছেন না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের ইজারাকৃত এলাকা থেকে চরের ওইসব সন্ত্রাসীরা টাকা তুলে নিচ্ছে অথচ আমার জায়গায় আমরা গেলে সন্ত্রাসীরা আমাদের উদ্দেশে গুলি চালায়। পদ্মাপারের মানুষের টিনশেড বাড়ি গুলির আঘাতে ঝাঁজরা হয়ে গেছে।

এসব বিষয়ে ইউএনও এর কাছে গেলে তাদের আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার কৌশল করেন।