গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সাধারণ জনতা মহাসড়ক অবরোধ করে এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রাকিবুজ্জামান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

Location :

Gobindaganj
অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে
অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সাধারণ জনতা মহাসড়ক অবরোধ করে এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ দুপুর ঘটনাস্থলে পৌঁছে ইপিজেড বাস্তবায়নের আশ্বাস এবং বিষয়টি সরকারকে জানানোর প্রতিশ্রতি দিলে অবরোধ তুলে নেয়া হয়।

ইপিজেডের কাজ দ্রুত শুরু করার জন্য জেলা জামায়াতের সাবেক আমির ও গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা: আব্দুর রহিম সরকার অবরোধস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। এবং জনদুর্ভোগ এড়াতে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান।

কর্মসূচি চলাকালে গোবিন্দগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, সাঁওতাল নেতা বক্তব্য রাখেন।

বক্তারা চিনিকলের জমিতে ইপিজেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। ইপিজেডের নাম দেয়া হয় রংপুর ইপিজেড। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষকে ইপিজেড বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়। মোট জমির মধ্যে ৪৫০ একর জমি বেপজাকে বুঝিয়ে দেয় চিনিকল কর্তৃপক্ষ। ইপিজেড হলে দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু একটি মহল এর বিরোধিতা করছে। তারা চিনিকলের জমি অবৈধভাবে দখল করে আছেন।

এ সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করে অবিলম্বে ইপিজেডের কাজ শুরু করার দাবি জানান তারা।