নেত্রকোনায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
নেত্রকোনার ম্যাপ
নেত্রকোনার ম্যাপ |ফাইল ছবি

নেত্রকোনার সীমান্তবর্ত্তী কলমাকান্দা উপজেলায় ডোবার পানিতে পড়ে ত্বুহা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই গ্রামের আওলাদ মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকার ফাঁকে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় সে। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। পরে ডোবায় তাকে পড়ে থাকতে দেখে চিৎিকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিদ্দিক হোসেন জানান, অসতর্কতার কারণে শিশুটিকে প্রাণ হারাতে হয়েছে। সকল শিশুদের মা-বাবাকে এ বিষয়ে সতর্ক থাকা আবশ্যক।