কক্সবাজারে ইউএনওকে গ্রেফতারের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

কিছু পর্যটক দাবি করছিলেন তাদের টিকিটে উল্লেখিত সময়ের আগে জাহাজ ছেড়ে গেছে। এ বিষয়ে কারণ জানতে চাইলে ইব্রাহীম নামের এক ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে থাকা পুলিশ সদস্যকে ইউএনও তানজিলা তাসনিমকে গ্রেফতারের নির্দেশ দেন।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Cox's Bazar
ইউএনওকে গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক
ইউএনওকে গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক |নয়া দিগন্ত

কক্সবাজার শহরতলীর বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ছাড়তে দেরি হওয়াকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া এক পর্যটক কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে প্রকাশ্যে গ্রেফতারের নির্দেশ দেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন পর্যটক জাহাজের সময়সূচি নিয়ে ইউএনও ও জাহাজ কর্তৃপক্ষের সাথে তর্কে জড়িয়ে পড়েন।

নিয়ম অনুযায়ী দিনে দু’ হাজারের বেশি পর্যটক পরিবহন করা নিষিদ্ধ এবং এসব নির্দেশনা তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছিল বলে জানান ইউএনও তানজিলা তাসনিম।

তিনি আরো জানান, কিছু পর্যটক দাবি করছিলেন তাদের টিকিটে উল্লেখিত সময়ের আগে জাহাজ ছেড়ে গেছে। এ বিষয়ে কারণ জানতে চাইলে ইব্রাহীম নামের এক ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে থাকা পুলিশ সদস্যকে ইউএনও তানজিলা তাসনিমকে গ্রেফতারের নির্দেশ দেন।

ইউএনও জানান, এ ঘটনার ভিডিও সংরক্ষিত আছে এবং যে কেউ তাকে গ্রেফতার করার নির্দেশ দেয়ার এখতিয়ার রাখেন না।

এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া ওই ব্যক্তি বলেন, তিনি ইউএনওকে চিনতে পারেননি। তার দাবি অনুযায়ী তাদের টিকিটে সকাল ৭টা লেখা থাকলেও ঘাটে এসে শুনেছেন জাহাজ ৬টায় ছেড়ে গেছে।

অন্যদিকে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর নাব্যতা ও জোয়ার ভাটার কারণে বে ক্রুজ নামক জাহাজটি ঘাট পরিবর্তন করে অন্য ঘাটে নেয়া হয়েছে। এতে পর্যটকরা মনে করেছেন জাহাজটি ছেড়ে গেছে।

পরে ইব্রাহীমসহ মোট ১২ জন পর্যটক কেয়ারি সিন্দাবাদ জাহাজে করে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হন।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গ্রেফতারের নির্দেশদাতাকে আটক করার দাবি জানিয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। এই মৌসুমে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রি যাপনের সুযোগ থাকবে এবং পরিবেশ রক্ষায় সরকারের ১২ দফা নির্দেশনা মানতে হবে।