টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর জাতীয় উদ্যান রাস্তার মাঝে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জ নামক স্থান থেকে মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে।
অড়নখোলা পুলিশ ফাঁড়ির এসআই বেলাল উদ্দিন জানান, রাতে বনের ভেতরে টহলরত পুলিশ রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।