টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন

‘প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া পুনরায় টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে।’

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন করলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন
সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন করলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন |নয়া দিগন্ত

দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে এই রেল স্টেশনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ দিন সোনালিয়া স্টেশন থেকে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়।

নাম জটিলতার কারণে এতদিন স্টেশনটি বন্ধ ছিল বলে জানা যায়। স্টেশনটি চালু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হলো। তারা আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশনসংলগ্ন সড়ক উন্নয়নের দাবি জানান।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া পুনরায় টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে।’