ফেনী শহরের মুক্তবাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে স্থাপনাটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শনিবার দিবাগত সাড়ে ৩ টার দিকে একদল দূর্বৃত্ত হেলমেট পরে আগুন দিয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান রোববার (১৬ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জুলাই যোদ্ধা ও মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, ‘রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে, যা আমাদের জন্য দুঃখজনক। মডেল থানার সামনে কীভাবে আগুন দিতে পারে। আমরা চাই যারা আগুন দিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হোক।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের বলেন, ‘ফেনীতে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শনিবার গভীর রাতে আগুন দেয়ার ঘটনা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটি স্পষ্টভাবে সংগঠিত, পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত একটি নাশকতা। যে স্মৃতিস্তম্ভ আমাদের ইতিহাস, আত্মত্যাগ আর পরিচয়ের প্রতীক, সেই জায়গায় আগুন লাগিয়ে দুষ্কৃতিকারীরা শুধু ইট-পাথরে নয়, ফেনীর মানুষের আত্মমর্যাদায় আঘাত করেছে। ফেনী মডেল থানার পাশেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে, এর দায় প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। এই অবহেলার জবাব প্রশাসনকে দিতেই হবে।’
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাত ৩ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে কিছু দূর্বৃত্ত এখানে আগুন দিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, তারা এখানে এসে কেরোসিন ঢেলে আগুন দিয়ে চলে গেছে। দুর্বৃত্তরা কারা তা আমরা ফাইন্ডআউট করছি। আমরা আশা করি অচিরেই তাদের ধরতে পারবো।’



