বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে দক্ষতা উন্নয়ন ও প্রবাসে নিরাপদ কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
র্যালি শেষে টিটিসি মিলনায়তনে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মেজবাহুল আরেফিন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহিম বলেন, ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে প্রবাসে কর্মরত বাংলাদেশীদের মর্যাদা যেমন বাড়বে তেমনি দেশের অর্থনীতিও আরো শক্তিশালী হবে। এ লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের কোনো বিকল্প নেই।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গৌরনদী শাখার ব্যবস্থাপক মো: আব্দুল আজিজ, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: সরোয়ার মোল্লা, প্রশিকা (এনজিও) গৌরনদী উপজেলা শাখার ব্যবস্থাপক মো: মোস্তাক আহমদ ও ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধি নাদিয়া আক্তার মিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিটিসির প্রশিক্ষণ শিক্ষক মোহাম্মদ তৈয়বুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, অলোক বিশ্বাস, রিপন বিশ্বাস, আশরাফ মাহমুদ, মোজাহিদ হোসেন, সরোয়ার সরদার ও জুয়েল রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশগামী কর্মীদের দক্ষতা, ভাষাজ্ঞান ও পেশাগত প্রশিক্ষণ জোরদার করা গেলে প্রবাসে হয়রানি কমবে এবং রেমিট্যান্স প্রবাহ হবে আরো টেকসই ও স্থিতিশীল।



