নাশাকতা মামলায় গ্রেফতার হওয়া জেলা খেলাফত শ্রমিক আন্দোলনের আহ্বায়ককে ছাড়িয়ে নিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে খেলাফত আন্দোলনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সোমবার (১২ মে) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত থানায় এ ঘেরাও চলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক বিএনপি নেতার করা নাশকতা মামলায় রোববার রাতে খেলাফত শ্রমিক আন্দোলনের আহ্বায়ক আনোয়ার হোসেনকে গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এর প্রতিবাদ ও আসামিকে ছাড়িয়ে নিতে সোমবার বিকেল থেকে খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা নেত্রকোনা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
নেত্রকোনা খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম গ্রেফতার আনোয়ার হোসেনকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে নয়া দিগন্তকে বলেন, ‘পরিকল্পিতভাবে নাশকতা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের নানা কর্মসূচি চালতে থাকবে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, ‘নাশকতার মামলায় আসামি হওয়ার কারণে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আইনিপ্রক্রিয়ার মাধ্যমেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’