ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে একটি সরকারি রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বিষয় নিষ্পত্তির জন্য এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন।
ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামের নজরুল ইসলাম নজি মেম্বার মনারকান্দা মাদরাসা পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। এতে করে স্থানীয়দের যাতায়ত, স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান অভিযোগকারীরা।
অভিযোগে জানা যায়, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো: অলিউল্লাহ শোভা ও স্থানীয় যুবলীগ নেতা মো: হাবিবুল্লাহ রাসেল দীর্ঘদিন ধরে হালট বন্ধ করে ও গাছ লাগিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এলাকাবাসী। সদর ইউনিয়নের সতেরপাড়া নজি মেম্বার বাড়ি থেকে মনারকান্দা মাদরাসা পর্যন্ত রাস্তাটি বন্ধ করে দেয়ায় এলাকাবাসীর চলাচল ও ছোট খাটো যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সুরুজ আলী, আব্দুল খালেক, আসাদুল ইসলাম আশা, আতিকুল ইসলাম, তানজিনা আক্তার, মারিয়া আক্তারসহ অনেকই অভিযোগ করে বলেন, আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যার বরাবর একটি অভিযোগপত্র দিয়েছি। রাস্তাটি নিশ্চিহ্ন করতে হালটে গোয়ালঘর ও গাছের চারা রোপন করেছেন তারা। এতে করে সতেপাড়া, আউলটিয়া ও পাঁচপাড়া গ্রামের যাতায়তে চরম ভোগান্তিতে পড়েছে।
তাদের দাবি, সরকারি হালটের ওপর স্থানীয়দের অর্থ দ্বারা নির্মিত রাস্তাটি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করলে বিষয়টি সুরাহা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।