‘পরিবেশের দূষণ রোধে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করতে হবে’

‘আমরা পরিবেশ দূষণ রোধ করতে না পারলে ভবিষ্যতে জলবায়ু হুমকির মুখে পড়বে। পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে।’

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Mongla
‘পরিবেশের দূষণ রোধে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করতে হবে’
‘পরিবেশের দূষণ রোধে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করতে হবে’ |নয়া দিগন্ত

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেছেন, ‘বর্তমান সরকার পরিবেশবান্ধব। প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সরকার উৎসাহ ও প্রণোদনা দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে প্লাস্টিক দূষণকে না বলি। পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে।’

বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান’ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়।

শারমিন আক্তার সুমী বলেন, ‘আমরা পরিবেশ দূষণ রোধ করতে না পারলে ভবিষ্যতে জলবায়ু হুমকির মুখে পড়বে। পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। বাল্য বিবাহ, ধূমপান ও মাদক রোধ করতে হবে।

এছাড়া অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো: নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাসুদ হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক’র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক’র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস’র নাজমুস সাদাত সিএনআরএস’র নুসরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনায় বক্তারা বলেন, ‘প্লাস্টিক দূষণে সুন্দরবন, পশুর নদীসহ উপকূলীয় এলাকা বিপর্যস্ত। গবেষণায় সুন্দরবনের মাছসহ সামুদ্রিক মাছে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। এছাড়া মেঘনার ইলিশের দেহে, মায়ের দুধে এমন কি বৃষ্টির পানিতেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। এদিকে কর্ণফুলি নদীর তলদেশে ৫ থেকে ৬ ফুট পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিক পলিথিন দূষণের দুর্যোগে কবলিত আমরা। তাই সুন্দরবন, নদ, নদী, প্রাণ, প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধ নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিশেষ জোর দেন।

এর আগে পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া র‌্যালি, পাটের পলিথিন বিতরণ এবং প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে সচেতনতা তৈরিতে প্রতীকী প্লাস্টিক-পলিথিন পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।

এদিকে বিশ্ব পরিবেশ দিবসের এ কর্মসূচি পালনে সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কোডেক, ডিএসকে, ব্রাক, বাদাবন সঙ্ঘ, ফ্রেন্ডশিপ, রূপান্তর, সিএনআরএস, বেডস, ওয়াইল্ড টিম, বিডি ক্লিন ও ইয়ুথ ফর সুন্দরবন’স।