আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে-প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে সে অনুযায়ী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
আজ সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেইকহোল্ডারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আইনানুগভাবে দায়িত্ব পালন করবে এবং এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ক্যাবিনেট মিটিংয়ে।’
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা জানান, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে নীতিগতভাবে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এলে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
তিনি বলেন, ‘কাপ্তাই লেক রক্ষায় প্রথম কাজ হবে ড্রেজিং। এটি এখানকার সকলের দাবি। লেকে দূষণ বাড়ছে, পয়ঃনিষ্কাশন ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় সরকারকে সঙ্গে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’
উপদেষ্টা আরো বলেন, ‘পলি জমে পানির স্তর কমে যাওয়ায় বড় মাছের সংখ্যা কমছে, ছোট মাছের আধিক্য বাড়ছে। লেক রক্ষায় সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’ তিনি কাপ্তাই হ্রদকে ঘিরে নিরাপদ ও দায়িত্বশীল পর্যটন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
পরে তিনি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিএফডিসির কাপ্তাই উপকেন্দ্র এবং বিএফআইডিসির স্থান পরিদর্শন করেন।
সভায় শুরুতে কাপ্তাই লেকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম।
রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতের আমির মো: আব্দুল আলীম, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো: নুরুল ইসলাম বাচা, জেলা এনসিপির যুগ্ম সম্পাদক মো: জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের প্রতিনিধি এম এ বাশার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সায়েদা ইসলাম সাদিয়া, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর শুক্কুর, পেশাজীবী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোহর আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএফডিসির কর্মকর্তারা।



