টঙ্গীতে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে তথ্যনির্ভর কর্মশালা

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
আরিফ হোসেন হাওলাদার
আরিফ হোসেন হাওলাদার |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি নিয়ে একটি তথ্যনির্ভর ও অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন টঙ্গী পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দফাগুলোর বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সোভেলের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।

কর্মশালায় বাংলাদেশ-বেসরকারি শিক্ষক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শাহানাজ ইসলাম কর্মসূচির ১ থেকে ৫ নম্বর দফা উপস্থাপন করেন। নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপ-পরিচালক ডা. আবু সুফিয়ান হাসান ৬ থেকে ১০ নম্বর দফা ব্যাখ্যা করেন। গণমাধ্যমকর্মী মাকসুদেল হোসেন খান ১১, ১২ ও ১৩ নম্বর দফা তুলে ধরেন। তিনি রাজনৈতিক সংস্কার, সুষ্ঠু নির্বাচন, মেয়াদ সীমা, সংসদে উচ্চকক্ষ, শংসতার ভারসাম্য, সংবিধানের ৭৭০ অনুচ্ছেদ, জুডিশিয়ান কামিন, প্রশাসনিক সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্থা, মিডিয়া কমিশন এবং দুর্নীতি প্রতিরোধ ও ন্যায়বিচার সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করেন। চট্টগ্রামের বেগম গুল আরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. অহিদুল ইসলাম ১৪ থেকে ১৭ নম্বর দফা উপস্থাপন করেন।

বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় কাঠামোতে ভারসাম্য, জবাবদিহিতা এবং ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব হবে। তারা দফাগুলোর বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফি, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাওসার আহমেদ, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তূষার এবং গাছা ওলামা দলের আহ্বায়ক আবদুল মোমেন।