সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামে এক পিকআপ চালকের ঝোপে পড়ে থাকা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
রাশিদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াবদা বাঁধ এলাকার বাসিন্দা ও আব্দুল কাদের তুফানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রাশিদুল পেশায় একজন পিকআপচালক।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিদুলের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি এলাকার একটি ঝোপে তার গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। পরে লোকজন বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান আরো জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত জেনে আপনাদেরকে জানানো হবে।