শিক্ষার্থীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধানসহ ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। তাই সিদ্ধান্ত অনুযায়ী ফি হ্রাস কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, ডিগ্রি (পাস) কোর্স দ্বিতীয় বর্ষ এবং পরবর্তী পরীক্ষাগুলো থেকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানো ও উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।



