সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথকঅভিযান চালিয়ে ভারতীয় সিগারেট, গরু, মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৩৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি।
সোমবার (২৫ আগস্ট) সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার।
বিজিবি সূত্র জানিয়েছে, সোমবার সকালে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় চালিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ৭০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ভারতীয় ঙজওঝ ব্র্যান্ডের ১৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, রোববার সন্ধ্যায় জৈন্তাপুর বিওপি’র টহল দল উপজেলার জমদোয়ার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি গরু ও একটি পিকআপ ভ্যান আটক করে। জব্দকৃত পশু ও গাড়ির বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
রোববার দুপুরে, জকিগঞ্জ উপজেলার আমলশীদ বিওপি’র একটি টহল দল শাহেদাবাদ কামালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার বলেন, ‘ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যসমূহের আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’