শতভাগ আবাসন, জুলাই চত্বর নির্মাণ, বাকসু নির্বাচন, ফ্যাসিবাদী কাঠামো অপসারণসহ ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রাদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখা।
রোববার (৭ সেপ্টেম্বর) বরিশাল সরকারি বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিএম কলেজ ছাত্রশিবিরের ১৩ দফা দাবি পেশ এবং লিফলেট বিতরণ করা হয়।
বিএম কলেজ ছাত্রশিবিরের ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অধ্যক্ষ প্রফেসর ড শেখ মো: তাজুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান শেষে বক্তব্য প্রদান এবং ১৩ দফা পাঠ করেন বিএম কলেজ ছাত্রশিবিরের সভাপতি শাহেদ খান।
বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে। শত জুলুম-নিপীড়ন, গুম-খুন, হত্যা ও মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদ যতই শিক্ষার্থীদের থেকে দূরে সরাতে চেয়েছে, ছাত্রশিবিরের ভিত্তি ততই মজবুত হয়েছে, কোটি তরুণদের আস্থা ও ভালোবাসার এক নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
জুলাইয়ের শহীদদের স্মরণ করে তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ হাজার শিক্ষার্থীর প্রত্যাশিত একটি ক্যাম্পাস উপহার দিতে অধিকার সংশ্লিষ্ট দাবির যৌক্তিকতা তুলে ধরছে।
বক্তব্যের শেষে তিনি ১৩ দফা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এ সময় আরো বক্তব্য দেন বিএম কলেজ ছাত্রশিবিরের অফিস সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিক এবং শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।