সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন, ১৪ দোকানের মালামাল পুড়ে ছাই

বুধবার ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৫টায় আগুন নেভাতে সক্ষম হয়৷

Location :

Siddirgonj
ফার্নিচার মার্কেটে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে
ফার্নিচার মার্কেটে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে |ছবি - নয়া দিগন্ত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ বুধবার ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৫টায় আগুন নেভাতে সক্ষম হয়৷ তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি৷

স্থানীয়দের থেকে জানা গেছে, ভোর ৪টার দিকে ফার্নিচার মার্কেটে তারা আগুন দেখতে পায়৷ এ সময় কাচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ আগুনে মার্কেটের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷

কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। আগুনে মার্কেটের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।