কুমিল্লায় সড়ক ও জনপথের ডিপ্লোমা প্রকৌশলীরা সাত দফা দাবি বাস্তবায়নে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দাফতরিক সময়ের পর কর্মস্থলে উপস্থিত থেকে এক ঘণ্টা অতিরিক্ত দায়িত্ব পালন করেন কর্মকর্তারা।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সাত দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কুমিল্লা জেলা শাখার সকল সদস্য-প্রকৌশলীরা নিজ নিজ দফতরে দাফতরিক সময়ের পর অতিরিক্ত এক ঘণ্টা কর্মস্থলে উপস্থিত থেকে দাফতরিক দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন সড়ক ও জনপথের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মু. তারিক হোসেন।