কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণে নারী আহত

কেশবপুরে আওয়ামী লীগের নেতা জামাল শেখের বাড়িতে ককটেল বিস্ফোরণে এক মহিলা আহত।

Location :

Keshabpur
কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ |নয়া দিগন্ত

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোড়লের সন্ত্রাসী বাহিনীর প্রধান ৮ মামলার আসামি জামাল উদ্দীন শেখের বাড়িতে ককটেল বিস্ফোরণে এক মহিলা গুরুতর আহত হয়ে স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭ মে) সকালে শহর সংলগ্ন মধ্যকুল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, জামাল উদ্দীনের বাড়িতে ধানের গোলায় ধান রাখার জন্যে ভেতরে পরিস্কারের সময় একটি প্যাকেটে গোলাকৃতি একটি বস্তু দেখতে পেয়ে ওই মহিলা সেটি বাইরে ফেলে দেয়ার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে জাহানারা বেগম (৪৫) নামে এক মহিলা জখম হন।

এসময় জামালের বাড়িতে থাকা লোকজন ককটেলে জড়ানো টেপ,জালের কাটিসহ ককটেলের সরঞ্জামাদি কুড়িয়ে নিয়ে বাড়ির ধারে পুকুরে ফেলে দিয়েছে বলে এলাকাবাসী জানায়।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন ও তথ্য উপাত্ত নেন বলে পুলিশ জানায়।

এ ঘটনায় রিপোর্ট লেখার সময় সন্ধা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে কর্তব্যরত অফিসার জানান।

জানা যায়, গত আওয়ামী লীগের ক্ষমতামলে এলাকার ত্রাস সন্ত্রাসী চাদাবাজ মারপীট হাঙ্গামার নায়ক হিসেবে পরিচিতি লাভ করে মধ্যকুল গ্রামের আব্দুল গনি শেখের ছেলে জামাল উদ্দীন শেখ (৪৫)। সাবেক মেয়র রফিকুল ইসলাম যে বাহিনী গড়ে তুলেছিলেন সেই বাহিনীর প্রধান ছিলো এই জামাল।