বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাতের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: শরীফুল আলম।
এ সময় তিনি বলেন, ‘বিগত সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। মিথ্যা ও সাজানো মামলায় তাকে বছরের পর বছর জেলে রেখে অমানবিক নির্যাতন করেছে। তবু তিনি অন্যায়ের সাথে আপস করেননি। জিয়া পরিবারের মতো এ দেশে এমন নির্যাতনের স্বীকার কেউ হয়নি। আজকে দেশের ক্রান্তিকালে সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো: ফারুকুল ইসলাম ফারুক, প্রচার সম্পাদক মো: কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, বিভিন্ন মসজিদ মাদরাসার ইমাম ও ওলামায়ে কেরামসহ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন হজরত মাওলানা বাহা উদ্দিন।



