মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের নফল নামাজ ও বিশেষ মোনাজাত

কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বোখারীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
স্বেচ্ছাসেবক দলের নফল নামাজ ও দোয়া।
স্বেচ্ছাসেবক দলের নফল নামাজ ও দোয়া। |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও কেন্দ্রীয় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নফল নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বোখারীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নফল ইবাদত ও মোনাজাতে এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনুসহ অন্যরা।

স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব আলী খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জনাব শামসুল আলম হেলাল শিকদার, সহ-সভাপতি জনাব সোহেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক জনাব তারেক সালাম, সহ সাংগঠনিক সম্পাদক জনাব আল ইমরান, দফতর সম্পাদক জনাব মোশাররফ হোসেন (হৃদয়), প্রচার সম্পাদক জনাব মারুফ এলাহী, সহ আন্তর্জাতিক সম্পাদক মো: আখতারুজ্জামান, নির্বাহী সদস্য পলাশ তালুকদারসহ অন্য নেতারা।

স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখা নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন এম এম মোজাম্মেল হক প্রধান, মাহফুজুর রহমান, আখতার গাজী, মহিউদ্দিন মহিম, ফুরকান শাহ, আজিজুল হক, আলীম উল্লাহ, সাইফুল ইসলাম, সোহেল মিয়া, শরিফ মিজি ও সোহান খানসহ অন্য নেতারা। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, শ্রমিক দলের আবুল বাশার, বুকিত বিনতাং এর জাকারিয়াসহ সাধারণ প্রবাসী এবং স্থানীয় মুসল্লীগণ।