দাগনভুঞায় শিক্ষা কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক
দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক |নয়া দিগন্ত

ফেনীর দাগনভুঞায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষতা ভঙ্গের দায়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনকে সংসদ নির্বাচনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যবস্থা গ্রহণ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন নোয়াখালীর বসুরহাটের সিরাজপুর ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ওই শিক্ষা কর্মকর্তাকে একটি রাজনৈতিক দলের প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট চাওয়ার বিষয়ে স্থানীয়দের দিক নির্দেশনা দিচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এ বিষয়ে বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে উক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।

একজন সরকারি কর্মকর্তা হয়ে সরাসরি রাজনৈতিক প্রচারণায় অংশ নেয়া নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল হোসেন বলেন, ‘আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়ে গ্রামের তরুণ, যুবক ও প্রতিবেশীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম। এ ফাঁকে কেউ একজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি আমার জানা ছিল না।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল ইসলাম জানান, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি পক্ষপাতিত্বের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়, তবে তাকে কোনোভাবেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাখা হবে না। একটি রাজনৈতিক দলের প্রতীকের পক্ষে ভোট চাওয়ার ঘটনায় ইসমাইল হোসেনকে নির্বাচনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।