জুলাই বিপ্লবের বর্ষপূর্তি

চৌগাছায় জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত

‘শহীদ হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবু জাতির জন্য জীবন দিতে তারা দ্বিধাবোধ করেননি।’

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত
চৌগাছায় জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৪ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা: মসলে উদ্দিন ফরিদ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমির হাফেজ আমিন উদ্দিনখান, ইসলামী আন্দোলনের উপজেলা আমির মুফতি আনিছুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, রহিদুল ইসলাম খান, জগদিসপুর ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহমান, ফুলসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম, পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, হাকিমপুর ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়নের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি হাফেজ আবু সাঈদ প্রমুখ।

প্রধান অতিথি ডা: মসলে উদ্দিন ফরিদ বলেন, ‘শহীদ হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবু জাতির জন্য জীবন দিতে তারা দ্বিধাবোধ করেননি। এখন তাদের পরিবারের দায়িত্ব দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে।’

তিনি বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা কারো কাছে ভিক্ষা চান না। তারা সম্মানের সাথে বাঁচতে চান।’

তিনি আরো বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির ১’শ শয্যা কার্যক্রম আগামী এক মাসের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ।’

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘কারো পিছনে না লেগে চৌগাছা-ঝিগাছার উন্নয়নে ভোটের আগে ও পরে সকলেই এক সাথে কাজ করতে হবে।’

সমাবেশে শেষে প্রেস ক্লাব মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।