বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্বা নাসিরুল হক সাবূ বলেছেন, ‘আজ আমরা এখানে এসেছি তারেক জিয়া ঘোষিত ৩১দফা বাস্তবায়নের কথা বলতে, খালেদা জিয়ার কথা বলতে।’
নাসিরুল হক সাবু ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের অন্যতম প্রার্থী। বর্ষিয়ান এই নেতা এখনো আগের মতো সমানভাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিরুল হক এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৭বছরের কঠিন স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এখন সামনে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ-অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। সেখানেই ঠিক হবে আগামীতে দেশ কিভাবে চলবে। আর দেশ নায়ক তারেক রহমান অবশ্যই সেই গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হবেন।
ওই সভায় আরো বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও রাজবাড়ী পৌর মেয়র আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হকসহ ওই তিন উপজেলার নেতারা।
রাজবাড়ী-২ আসনের (পাংশা,বালিয়াকান্দি ও কালুখালি) উপজেলার প্রায় দশ সহস্রাধিক মানুষ ওই জনসভায় অংশ নেয়।