ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নজরুল ইসলাম বলেছেন, এবারের নির্বাচন হবে ভূমিদস্যু ও চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে । আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে চূড়ান্ত পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জামায়াতের সকল নেতাকর্মী ও সমর্থকদের সজাগ থেকে যথাযথভাবে নির্বাচনের দায়িত্ব পালনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা আমির অ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক জেলা শিবিরের সভাপতি মামুন চেীধুরী প্রমুখ।



