জীবননগরে দিনমজুরকে গলা কেটে হত্যা, পলাতক স্ত্রী-ছেলে

শনিবার দুপুরে মনিরুলের ঘরে রক্তাক্ত অবস্থায় গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের মরহুম দিদার উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি সম্প্রতি পাশের মাধবপুর গ্রামে জমি কিনে স্ত্রী পাপিয়া খাতুনকে (৪২) নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মনিরুলের ঘরে রক্তাক্ত অবস্থায় গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না বলে দাবি করা হলেও হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও তার ছেলে রাজু (২৬) পলাতক রয়েছেন।

এলাকাবাসীর দাবি, ‘পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে।’

এদিকে ঘটনার কিছু সময় পর ছেলে রাজু প্রতিবেশী আকিদুল ইসলামের মোবাইলফোনে কল করে তার বাবা মারা গেছেন কি না জানতে চান। যা সন্দেহকে আরো ঘনীভূত করেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এছাড়া ঘটনাস্থলে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।