‘রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের উপর দীর্ঘদিন ধরে অন্যায় ও জুলুম চলছে’

অন্য সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকরা যেখানে নানাবিধ সুযোগ-সুবিধা গ্রহণ করছে সেখানে রেল শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হচ্ছে।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর সভাপতি ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান বলেছেন, ‘রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের উপর দীর্ঘদিন ধরে অন্যায় ও জুলুম চলছে। অন্য সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকরা যেখানে নানাবিধ সুযোগ-সুবিধা গ্রহণ করছে সেখানে রেল শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে রেল শ্রমিকদের বেতন বৈষম্য দূর করাসহ তাদের ৫ দফা ন্যায্য দাবি মেনে নিতে হবে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সিআরবি চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো: মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং আঞ্চলিক সেক্রেটারি এমরান হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিআরইএল’র কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো: সেলিম পাটওয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি আ: আজিজ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: আসাদুল্লাহ শিশির, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো: মাহমুদুল হাসান। সিআরবি শাখার সভাপতি মোহাম্মদ আমানুল ইসলামসহ অন্য নেতারা।