বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে সিআইপি হলেন চন্দনাইশের নুরুল আমিনসহ দক্ষিণ চট্টগ্রামের ৯ জন

বৈধ পথে দেশে সর্বাধিক রেমিটেন্স পাঠিয়ে সিআইপি হয়েছেন চন্দনাইশের মো: নুরুল আমিন (৫মবার) ওমানসহ দক্ষিণ চট্টগ্রামের ৯ কৃতিসন্তান।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chandanaish
চন্দনাইশের মো: নুরুল আমিন (৫মবার) এবং সাতকানিয়া মুহাম্মদ আবদুল মান্নান (৩য় বার)
চন্দনাইশের মো: নুরুল আমিন (৫মবার) এবং সাতকানিয়া মুহাম্মদ আবদুল মান্নান (৩য় বার) |নয়া দিগন্ত

বৈধ পথে দেশে সর্বাধিক রেমিটেন্স পাঠিয়ে সিআইপি হলেন চন্দনাইশের মো: নুরুল আমিন (৫মবার) ওমানসহ দক্ষিণ চট্টগ্রামের ৯ কৃতিসন্তান। বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারী অনাবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে (২০২৪-২০২৫)-২০২৬ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন এরা।

দক্ষিণ চট্টগ্রামের নির্বাচিত সিআইপিরা হলেন- সাতকানিয়া খাগরিয়ার কৃতি সন্তান মুহাম্মদ আবদুল মান্নান (৩য় বার)(ওমান), শফিকুল ইসলাম রাহী (আরব আমিরাত), পটিয়ার মুহাম্মদ আবুল বশর (আবুধাবী), মো: আবছার উদ্দীন ( সারজাহ) সাতকানিয়ার মো: শহিদুল ইসলাম(সারজাহ), সাতকানিয়ার মুহাম্মদ মিজানুর রহমান (কাতার), মহিউদ্দিন তালুকদার(দুবাই) শফিউল আলম বোয়ালখালী (আবুধাবী)।

চন্দনাইশের বাসিন্দা ওমান প্রবাসী নুরুল আমিন প্রায় কয়েক যুগ ধরে মধ্যপ্রাচ্যের ওমানে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তিনি প্রথমবার ২০২১ সালে সিআইপি নির্বাচিত হন। এরপর থেকে ধারাবিকভাবে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠিয়ে ৫মবারের মত সে সিআইপি নির্বাচিত হয়েছেন বলে জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া স্বাক্ষরিত পত্রে বিভিন্ন ক্যাটাগড়িতে সমগ্র দেশের ৮৬ জনকে সিআইপি নির্বাচিত করা হয় বলে সূত্রে জানা গেছে।

১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ চট্টগ্রামের ৯ জনসহ সকল সিআইপি সম্মাননা গ্রহণ করবেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সকল সিআইপিদের হাতে সম্মামনা সনদ তুলে দেবেন বলে জানা গেছে।