গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে গিয়ে সেটির চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাদিরুজ্জামান জানান, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ডাম্প ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর অপরজনের মৃত্যু হয়।
লাশ দু’টি হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানান তিনি।
সূত্র : ইউএনবি