মিছিলের সামনে-পেছনে দাঁড়ানো নিয়ে দোয়ারাবাজার বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Sunamganj
বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
বিএনপির দু’পক্ষের সংঘর্ষ |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণের সময় মিছিলের সামনে-পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করছিলেন। এ সময় মিছিলের সামনে ও পেছনের অবস্থান নিয়ে মিলনপন্থী দুই গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, নরসিংপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ফখর উদ্দিন, নুরুল হক, কামাল হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন গুরুতর আহত হন। এদিকে একজন কর্মীকে পানিতে ফেলে মারধর করার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। সেখানে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।‘