শেরপুরে ইঞ্জিনিয়ার মো: লিখন মিয়াকে আহ্বায়ক ও মো: আরিফ সাফফারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে দলটির ফেসবুক পেজে এ বিষয়ে জানানো হয়।
গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে ৪৭টি বিভিন্ন পদ ও সদস্যপদে রাখা হয়েছে নয়জনকে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক আর কে রেজা, জাহাঙ্গীর জালাল, মারুফ বিল্লাহ, সোহেল রানা, মো: কামরুল হাসান, নুরুল ইসলাম রূপক, উম্মে হাবিবা, মো: মাসুদুর রহমান মাসুদ ও মোহাম্মদ আরশাদ আলী। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো: ফিরোজ মিয়া (আহম্মেদ)। সদস্য সচিব হয়েছেন নুর ইসলাম, যুগ্ম সদস্যসচিব হলেন তান্না ইসলাম, সাব্বির হাসান জুয়েল, মো: সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার গুলজার হোসেন, মোজাম্মেল হক, রিপন হাসান, মো: আল-আমিন তালুকদার, আলহাজ্ব মতিউর রহমান, প্রফেসর মো: বোরহান উদ্দিন, মো: শফিকুল ইসলাম শফিক, মো: সারোয়ার হোসেন সামিদুল, মো: সোহাগ মনি, মো: আমিনুল ইসলাম, মেহেদী হাসান, আবু সালেহ, জুলফিকার আলী, মনোয়ার ইসলাম, মো: জুয়েল মিয়া, নূর আলম, মো: হানিফ মিয়া, আজিজুল হক, মোখলেছুর রহমান বিপ্লব, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ, অ্যাডভোকেট সাব্বির হাসান ও আবু হুরায়রা।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল হাসান দেওয়ান, মামুনুর রহমান, মাওলানা সামিউল ইসলাম, মো: রকিবুল ইসলাম, রফিকুল ইসলাম ও মো: উজ্জল মিয়া। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম মোহন সরকার। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: ফাইদুল্লাহ রহমান, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, মো: সাইফুল ইসলাস রিয়াদ, রাশেদুল হাসান লিখন, সুজন মিয়া, খন্দকার মো: ওয়াজিউল্লাহ নিপুন, শাহ আলম মিয়ান ও মিস্টার ইসলাম।



