হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

বঞ্চনার অবসান ঘটিয়ে উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে চাই

সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Golapganj
সিলেট-৬ আসনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম
সিলেট-৬ আসনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে শরীফগঞ্জ ৮নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আলাউদ্দীন আলাইয়ের সভাপতিত্বে এবং উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। বিগত ৫৪ বছর আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি—এবার এই বঞ্চনার অবসান চাই। ব্যক্তিগত লাভ নয়, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতেই নির্বাচনে এসেছি।’

তিনি আরো বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। সেই ভালোবাসাকে পুঁজি করে খেজুর গাছ প্রতীক নিয়ে সংসদে যেতে চাই। ইনশাআল্লাহ গণমানুষের সমর্থনে খেজুর গাছ প্রতীকই বিজয়ী হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ রশীদ আহমদ, যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মুনাওয়ার হোসাইন, যুব নেতা আব্দুল হক্ব, হাফিজ আব্দুর রব, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মাওলানা তুফায়েল আহমদ, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার আব্দুল ক্বাদীর জাকির, জনাব ইমাম উদ্দিন ও ছাত্রনেতা মাওলানা এমাদ রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, শরীফগঞ্জের মানুষ এবার সৎ, যোগ্য ও নীতিবান প্রার্থীকে বেছে নেবে। তারা আগামী জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এলাকাবাসীও নাগরিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব নির্বাচনে খেজুর গাছে ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।